মালদা

দুই কংগ্রেস নেতা-নেত্রীর বাড়ি ভাঙচুর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ভোট পরবর্তী হিংসা অব্যাহত মালদা জেলায়। দুই কংগ্রেস নেতা-নেত্রীর বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা মহিষবাথানী গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর আসনের বরকল এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। 

এবিষয়ে ওই এলাকার কংগ্রেসের দুই নেতা ও নেত্রী শিউলী বিবি ও ফারজান আলী ভোট শেষ হতেই রাত্রি বেলা বাড়ি ফেরে তারা। এরপর হঠাৎ বেশ কয়েকজন তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা বাড়ি লক্ষ্য করে ইঁট বৃষ্টি শুরু করে। এরপর তারা আতঙ্কে কোন রকমে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এরপর বাড়িতে অস্ত্র হাতে ঢুকে ভাঙচুর চালায় দুষ্কৃতিরা। তারা আরও জানায় তাদের পরিবারের লোক কংগ্রেসী পরিবার। বরাবর কংগ্রেসের হয়ে ভোট করে আসছে। এবছর তার ব্যতিক্রম ছিল না। এই অভিযোগে তৃণমূলের দুস্কৃতিরা ভাঙচুর চালায়। মঙ্গলবার সকালে কংগ্রেসী পরিবারের পক্ষ থেকে মালদা থানায় অভিযোগ দায়ের করে। তবে এখনো পুলিশ কোন ব্যাবস্থা নেয়নি বলে তাদের অভিযোগ। 

এই ঘটনায় আতঙ্কিত শিউলি বিবি জানান, রাতে তারা বুথ থেকে বাড়ি ফিরে আসে। এরপর রাতের খাবার সময় হঠাৎ করে শুরু হয় ইট বৃষ্টি। ঘটনায় তারা আতঙ্কিত হয়ে বিছানার নিচে আশ্রয় নিয়ে প্রান বাচান। এই ঘটনায় তৃণমূলের দুষ্কৃতিরা জড়িত বলে তিনি দাবী করেন।

যদিও তৃণমূলের অঞ্চল সভাপতি জাহাঙ্গির আলম জানান, এর সঙ্গে তৃণমূলের কোন যোগ নেয়। এটা মিথ্যা অভিযোগ। কংগ্রেসের সন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ মানুষ এই ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান।